Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোরেলগঞ্জ বিএনপির সভাপতি বাবুল, সম্পাদক মেহেদী

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুই সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি পদে ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শহিদুল হক বাবুল। সাধারণ সম্পাদক পদে ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ। এছাড়া, ৪৮৯ ভোট পেয়ে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবিনা ইয়াসমিন টুলু এবং ৩৮৬ ভোট পেয়ে ২নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিরোজ শাহ তালুকদার।

অন্যদিকে সভাপতি পদে এফ.এম. শামীম আহসান পেয়েছেন ৩০৯ ভোট এবং অধ্যাপক আব্দুল আউয়াল পেয়েছেন ২৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রভাষক রাসেল আল ইসলাম পেয়েছেন ৪৬১ ভোট ও মো. আফজাল হোসেন জোমাদ্দার পেয়েছেন ৩৮ ভোট।

টানা ১৮ বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ শেষে রাত ৯টায় মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার নির্বাচন মনিটরিং কমিটির আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ কাউন্সিলের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন