Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

এখন রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে : আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “একমাত্র আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হলেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

শনিবার (১৬ আগস্ট) সকালে কয়রা উপজেলার সদর ইউনিয়নের দেউলিয়া বাজারে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে একটি দল কেন্দ্র দখল করে নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে। তবে দেশের জনগণকে সে স্বপ্ন রুখে দিতে প্রস্তুত হতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে ক্ষমতায় আসা দলগুলো দেশকে ভাঙনের পথে নিয়ে গেছে। এখন রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে।

পথসভায় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব, কয়রা সদর ইউনিয়নের আমীর গাজী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ, বায়তুলমাল সম্পাদক এফ. এম. মাকসুদুর রহমান, বিভিন্ন ওয়ার্ড সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান এবং ব্যবসায়ী-দোকানদারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমর্থন কামনা করেন। তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। যারা ক্ষমতায় এসেছে তাদের ইতিহাস আপনারা জানেন। এবার নতুন ইতিহাস তৈরি করতে হবে—একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে হবে।”

তিনি আরও বলেন, সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া অবাধ নির্বাচন সম্ভব নয়। জনগণ আর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো নির্বাচন মেনে নেবে না। সুন্দর নির্বাচন উপহার দিতে হলে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির বিকল্প নেই।

আবুল কালাম আজাদ দাবি করেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে চায়। তিনি আগামী নির্বাচনে সব সম্প্রদায়ের সমর্থন আশা করেন।

বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে তিনি বলেন, “শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।”

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন