মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বাবুলকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) আব্দুল গফ্ফার এবং সদস্য সচিব হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়েবুর রহমান সেলিম।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করেন। এ সময় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বাবুল নবগঠিত কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য চারজন সদস্য হলেন—বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা মো. এমদাদুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা মো. নাছির আহমদ মল্লিক।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাট জেলা ইউনিট কমান্ডের দাপ্তরিক প্যাডে জেলা আহ্বায়ক এম. ডি. আকবর আজাদ, সদস্য সচিব মো. একরামুল কবির ও যুগ্ম আহ্বায়ক এম. আফজাল হোসাইন স্বাক্ষরিত উপজেলা আহ্বায়ক কমিটির তালিকা প্রেসক্লাবে হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/এসএস