জামায়াতে ইসলামী ফকিরহাট সদর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ডা. মোহাম্মাদ সোলায়মান হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাটের সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা যুব বিভাগের সভাপতি, শূরা ও কর্মপরিষদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)। এছাড়া বক্তব্য দেন ফকিরহাট থানা আমির এ.বি.এম. তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শেখ সুমন হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সহ-সেক্রেটারি হাফেজ আব্দুস সামাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মশিউর রহমান খান বলেন, ‘যুব সমাজ দেবে আগামীর নেতৃত্ব, তরুণরাই গড়বে সোনার বাংলাদেশ। ৫ আগস্ট তরুণ সমাজ ও ছাত্ররা তা প্রমাণ করেছে।’
খুলনা গেজেট/এসএস