Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

গেজেট ডেস্ক

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে জেলার কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন- রঞ্জিত কুমার ও আতিয়ার রহমান।

গুরুতর আহত সাত জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ করিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদ জানান, কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের সঙ্গে মাগুরাগামী ডিডি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় অন্তত ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন