Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পূর্ব সুন্দরবনে বিপুল পরিমাণে বিষ, জাল ও নৌকা জব্দ

শরণখোলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বন বিভাগের স্মার্ট টহল দলের অভিযানে বিপুল পরিমাণ বিষ, জাল ও নৌকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর রাতে চাঁদপাই স্মার্ট টহল টিম করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের আওতাধীন অফিস খালের হুলার ভারানীর মুখে অভিযান চালায়।

এ সময় একটি ডিঙ্গি নৌকা, একটি বেহুন্দী জাল, তিন ককসেট ফ্রেশ বরফ, ৬ কেজি ওজনের ছয়টি প্যাকেটে রাখা রোটেনন বিষ এবং ৫০০ মিলিলিটারের নাইট্রো জব্দ করা হয়। টহল টিমের বোটের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা জঙ্গলের ভেতর পালিয়ে গেলেও নৌকা, জাল ও বিষ জব্দ করতে সক্ষম হয় বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও জলজ প্রাণীর সুরক্ষায় আমরা সবসময় কঠোর নজরদারিতে আছি। বিষ দিয়ে মাছ ধরার মতো অপরাধ বরদাশত করা হবে না। অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন