রামপালের মল্লিকেরবেড় ইউনিয়নে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে বিরোধ নিস্পত্তি করেছে জেলা বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (১১ আগস্ট) সকালে মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে এই বিরোধ নিষ্পত্তি হয়। আসন্ন ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দু দফায় ব্যাপক সংঘর্ষে ৩০ জনের অধিক আহত হয়। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং দলের মধ্যে বিশৃঙ্খলা ঠেকাতে জেলা নেতৃবৃন্দ উদ্যোগী হয়ে এ বিরোধ মীমাংসার আয়োজন করে।
বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে বাগেরহাট জেলা বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। বিষয়টি খোঁজখবর নিয়ে উভয় পক্ষের সাথে আলাপ-আলোচনা করে বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার দিন ধার্য করা হয়। সোমবার সকালে সকল নেতৃবৃন্দ মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদে হাজির হন এবং উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসায় সহায়তা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাদউদ্দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি নেতা হাওলাদার জাহিদুল ইসলাম, আব্দুল আলিম, অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাজাহারুল ইসলাম সাজু, শামীম হাসান পলক, মেহেদী হাসান মিঠুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এএজে