বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

যশোরে অস্ত্রের যন্ত্রাংশ, বিদেশি মুদ্রা ও পুলিশের সিলসহ চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বিএনপি নেতা ও সাংবাদিক পরিচয়ধারী সাঈদ মোল্লাকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে অস্ত্রের যন্ত্রাংশ, বিদেশি মুদ্রা ও পুলিশের বিভিন্ন সিল উদ্ধার করেছে সেনাবাহিনী।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সাঈদ মোল্লা গাছ, জমি, মাছের ঘেরসহ বিভিন্ন ব্যবসা থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। তার প্রভাব বিস্তার ছিল চলিশিয়া, আন্ধা ডুমুরতলা, বেদভিটা, বলারাবাদ ও নওয়াপাড়া এলাকা জুড়ে। সম্প্রতি সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে স্থানীয় আদিত্য ও গুরু চাঁদ নামে দুই জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আদিত্যর পরিবার তার দেওয়া দুটি নম্বরে নগদ ১৭ হাজার টাকা ও বিকাশে ৩ হাজার টাকা পাঠায়। গুরুচাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করলেও তিনি ৩০ হাজার টাকা দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর ৯ আগস্ট রাত ৯টার দিকে অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্যরা বকুলতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে সাঈদ মোল্লাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি বাটন মোবাইল, পাসপোর্ট, বিভিন্ন দেশের ডলার, দুইটি চাপাতি, দুইটি চাকু, বন্দুকের বিভিন্ন যন্ত্রাংশ, ১২টি আইডি কার্ড, পুলিশের তিনটি সিলমোহর, এয়ারগানের বুলেট ও একটি কাঁচি।

এলাকাবাসী জানিয়েছে, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে সাঈদ মোল্লা ও তার সহযোগীদের অবৈধ কর্মকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তারা দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকায় নিরাপত্তা ফিরিয়ে আনার দাবি জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন