ব্যস্ত জীবনে আমাদের সারাদিনের সঙ্গী স্মার্টফোন। জীবনের এই অবিচ্ছেদ্য যন্ত্রকে সারাদিন ব্যবহার করতে দিতে হয় চার্জ। অনেক দিন শেষে বাসায় ফিরে ফোন চার্জে দিয়ে থাকেন। এরপর সকালে ফোন চার্জ থেকে খুলে নিয়ে আসেন। অনেকের ধারণা,স্মার্টফোনের ব্যাটারি যত বেশি চার্জ করা যায়, তত বেশি সময় ব্যবহার করা যায়। অনেকে তো আবার ব্যাটারি ১০০ শতাংশ না হওয়া পর্যন্ত চার্জার খুলতেই চান না।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে,এই অভ্যাস দীর্ঘমেয়াদে ব্যাটারির ক্ষতি করতে পারে। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা সময়ের সঙ্গে রাসায়নিকভাবে দুর্বল হয়ে পড়ে। বারবার ফুল চার্জে নেওয়ার ফলে ব্যাটারি দীর্ঘসময় উচ্চ ভোল্টেজে থাকে, আর এ অবস্থাই ব্যাটারির আয়ু দ্রুত কমিয়ে দিতে পারে। সম্প্রতি বিজিআরের এক প্রতিবেদনে ওঠে আসে এসব তথ্য।
প্রতিবেদনে বলা হয়, ফোনে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করার ফলে ব্যাটারির অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এতে ব্যাটারির ধারণক্ষমতা দ্রুত কমে যায়—অনেক সময় ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। ফলস্বরূপ, কিছুদিন পরই ব্যাটারির পারফরম্যান্স দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ব্যাটারি বদলানোর প্রয়োজন দেখা দেয়।
তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম করা যেতে পারে। দীর্ঘ ভ্রমণ বা ব্যস্ত কোনো দিনের আগে একবার ফোন ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করলেও বড় কোনো ক্ষতি হয় না। কিন্তু এই অভ্যাসটি যদি রোজকার নিয়মে পরিণত হয়, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারি দুর্বল হয়ে যেতে শুরু করে।
প্রযুক্তি বিশ্লেষকেরা আরও জানান, ভালো ব্যাটারি হেলথ ধরে রাখতে ফোনের চার্জ সবসময় ৫০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা উচিত। বারবার চার্জ ০ শতাংশে নামিয়ে আনাও যেমন ক্ষতিকর, তেমনি প্রতিদিন ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করাও ব্যাটারির ক্ষতি করে। বেশিরভাগ অ্যান্ড্রয়েড নির্মাতা পরামর্শ দেন, ব্যাটারির চার্জ যেন সবসময় ৫০ শতাংশের ওপরে রাখা হয়।
এই সমস্যা সমাধানে অনেক স্মার্টফোনে ব্যাটারির সুরক্ষায় বিশেষ ফিচার যুক্ত হয়েছে। স্যামসাংয়ের কিছু মডেলে রয়েছে ‘প্রটেক্ট ব্যাটারি’ সুবিধা, যা চালু থাকলে চার্জ ৮৫ শতাংশে পৌঁছেই থেমে যায়। গুগল পিক্সেল ফোনে আছে ‘চার্জিং অপটিমাইজেশন’ ফিচার, যা চার্জ ৮০ শতাংশে পৌঁছালেই বন্ধ হয়ে যায়।
ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশে ফোন ব্যবহার করলে ব্যাটারি সহজেই ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা জানান, স্মার্টফোনের ব্যাটারির জন্য উপযুক্ত তাপমাত্রা ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৩২ থেকে ৯৫ ডিগ্রি ফারেনহাইট)।
খুলনা গেজেট/এসএস