Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

এয়ারপ্লেন মোডে কি ফোন দ্রুত চার্জ হয়?

গেজেট ডেস্ক

সারা দিন স্মার্টফোনের নেশায় বুঁদ হয়ে থাকা-কেবল অভ্যাসই নয়, দৈনন্দিন জীবনেরই অবিচ্ছেদ অংশ। আমেরিকানদের মতো আমরাও দিনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ডুবে থাকি ছোট্ট এই স্ক্রিনে- কখনো মজার ভিডিও দেখতে, কখনো বা অন্তহীন স্ক্রলিংয়ে। কিন্তু যখন ব্যাটারির লাল সংকেত জ্বলে ওঠে, তখনই শুরু হয় অস্বস্তি। ফোন চার্জে বসানোর পর সেই চার্জের জন্য অপেক্ষার সময়টা যেন এক অন্তহীন যন্ত্রণা। তবে এই যন্ত্রণা কমানোর একটি উপায় আছে। যদি চার্জ দেওয়ার সময় ফোনকে এয়ারপ্লেন মোডে রাখা হয়, তাহলে চার্জিং কিছুটা দ্রুত হতে পারে। আসলে এই কৌশল কার্যকরী?

‘এয়ারপ্লেন মোড’ প্রক্রিয়া

সাধারণ অবস্থায়, স্মার্টফোন সার্বক্ষণিক কাজ করে। যেমন : অবিরাম সেল টাওয়ারের সঙ্গে যোগাযোগ, নেটওয়ার্ক সিগন্যাল সার্চিং এবং লোকেশন নির্ধারণের জন্য জিপিএস ব্যবহার। বর্তমানে আধুনিক ফোনগুলোয় স্যাটেলাইটের বদলে নেটওয়ার্ক-ভিত্তিক ‘অ্যাসিস্টেড জিপিএস’ ব্যবহার করা হয়, যা ব্যাটারি দ্রুত খরচ করে। যখন আপনি ফোনকে এয়ারপ্লেন মোডে দেন, তখন সমস্ত রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায়। ফলে ফোনটি কম শক্তি ব্যবহার করে এবং চার্জিংয়ের জন্য আরও বেশি শক্তি জমা হয়। ফলস্বরূপ, তুলনামূলক দ্রুত চার্জ হয়।

কতটা দ্রুত?

প্রযুক্তি বিষয়ক সাইট ‘হাও স্টাফ ওয়ার্কস’ ও মোবাইল সেবাদাতা ভেরাইজনের প্রতিবেদন অনুযায়ী, এই কৌশলটি কিছুটা কাজ করে। তবে এতে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই, কারণ এই সাশ্রয় খুব একটা বেশি নয়। প্রযুক্তি বিষয়ক সাইট সি-নেট কয়েক বছর আগে একটি পরীক্ষা চালিয়েছিল। তাদের ফলাফলে দেখা যায়, এয়ারপ্লেন মোডে চার্জ দিলে এক ক্ষেত্রে মাত্র ৪ মিনিট এবং অন্য ক্ষেত্রে সর্বোচ্চ ১১ মিনিট সময় বাঁচে।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন