Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরতলীর সুজলপুর জামতলায় ইজিবাইকের ধাক্কায় আজিজুল ইসলাম জুলু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃদ্ধ জুলু এসময় বাইসাইকেলযোগে সুজলপুরের পুরাতন বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুজলপুর জামতলার নতুন বিল্ডিংয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন