জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী হাজারো নেতাকর্মী বাগেরহাট শহরে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল করে। সমাবেশে ‘জুলাই শহীদদের’ রাষ্ট্রীয় খেতাব এবং গণহত্যার দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহরের দশানী এলাকাতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে কর্মসূচি শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনূস, জেলা যুব বিভাগের প্রধান শেখ মনজুরুল হক রাহাদ, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা আবু বক্কর সিদ্দিক, অধ্যাপক রেজাউল করিম, ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, কচুয়া উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম ও পৌর আমির মাওলানা শামীম আহসান, হাফেজ মোবারক আলী, মাওলানা আশেম, মাওলানা সাহিদুল আলম, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম ও সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী রাজনৈতিক মুহূর্ত, যা এদেশের গণতান্ত্রিক ইতিহাসে সাহস, আত্মত্যাগ ও পরিবর্তনের অনন্য প্রতীক হয়ে থাকবে। সেই সময় দেশের তরুণ সমাজ, বিশেষ করে শিক্ষার্থীরা জীবনবাজি রেখে রাষ্ট্রীয় অন্যায়, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কিন্তু এক বছর পার হলেও এখনো সেই দিনের শহীদদের হত্যার বিচার হয়নি, আহতদের পুনর্বাসন বা স্বীকৃতির কোনো উদ্যোগ নেই’।
বক্তারা আরো বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে আইনের শাসন থাকবে, জনগণের কণ্ঠরোধ করা হবে না, বিরোধী মতকে দমন নয় বরং যুক্তির মাধ্যমে মোকাবিলা করা হবে। আজকের এই মিছিল সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতীক। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে জুলাই গণহত্যার বিচার শুরু করুন, রাষ্ট্রীয় সংস্কার করুন এবং সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন এই দেশটা যেন আর কোনো শহীদের রক্ত না চায়’।
সমাবেশ শেষে গণমিছিলটি দশানী মোড় থেকে শুরু হয়ে কোর্ট এলাকা, বাস টার্মিনাল, আলিয়া মাদ্রাসা রোড, ভিআইপি মোড় হয়ে পুনরায় দশানীতে এসে শেষ হয়। বিক্ষোভে সদর, কচুয়া, ফকিরহাট ও রামপাল উপজেলা থেকে বিপুলসংখ্যক জামায়াত কর্মী অংশ নেন। এ সময় স্লোগানে স্লোগানে রাজপথ ছিল উত্তাল ও মুখরিত।
খুলনা গেজেট/এসএস