বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

রামপালে দুর্বৃত্তের অগ্নিসংযোগে পুড়ল ছিন্নমূল পরিবারের স্বপ্ন

রামপাল প্রতিনিধি

রামপালের বড়দিয়া গ্রামের চরে  দুর্বৃত্তের দেয়া আগুনে গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একটি গরু ও দুটি ছাগল মারা গেছে ।

এ ঘটনায় রামপাল থানায় মঙ্গলবার (৫ আগষ্ট)  অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন রফিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা গেছে, সোমবার (৪ আগষ্ট)  গভীর রাতে ফল বিক্রেতা রফিকুল ইসলামের গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গোয়ালঘরে থাকা একটি  গরু, দুইটি ছাগল ও পাশবর্তী ঘরে থাকা ২০ টি মুরগী পুড়ে মারা যায়। এতে রফিকুলের প্রায় লাখ টাকার ক্ষতি হয়। রাতের আধারে কে বা কারা ঘরে আগুন দিয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ওই গোয়ালে বিদ্যুতের কোন সংযোগ দেয়া ছিল না। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের ধারনা শত্রুতা করে রাতের আধারে আগুন লাগাতে পারে দুর্বৃত্তরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন