স্বপ্ন ছিল গড়বো মোরা নয়া বাংলাদেশ,
ধনী-গরিব বিভেদ সেথায় হবে অবশেষ।
নারী-পুরুষ সবাই পাবে সমান অধিকার,
দেশের তরে লড়বো মোরা কাটবে অনাহার।
হত্যাকারী, জুলুমকারী, স্বৈরাচারী যত,
নতুন দেশে নতুন ভাবে হয়েছে তারা হত।
দেশের শত নির্যাতিত মানুষ আছে চেয়ে,
শান্ত করো রাষ্ট্র তুমি খুনীর সাজা দিয়ে।
জুলাই আনে শক্তি মনে জোগায় আশা বুকে,
শহিদ মাতা কেঁদেই চলে নেই যে কথা মুখে।
বুকের মাঝে উথাল ঝড় বয়ে চলে সদা,
শহিদ মাতা চোখের জলে বলে যায় কথা।
বিপ্লবীরা এগিয়ে চলে হয় না কভু ক্লান্ত,
স্বৈরাচারী জুলুম শত হবে তাহার অন্ত।
মোদের দেশে চলবে নাকো কোনোই চাঁদাবাজি,
দূর্নীতি ও চাঁদাবাজির মৃত্যু হবে আজি।
শুচি-শুভ্র, সুন্দর ঐ দেশ গড়ার তরে,
আবু সাঈদ-রিয়ারা আজ গুলি খেয়েই মরে।
তাঁদের দানে পেয়েছি মোরা নতুন এক দেশ,
গড়তে হবে, সাজাতে হবে, নয়া বাংলাদেশ।
খুলনা গেজেট/এনএম