কুষ্টিয়ায় অভিযানের সময় আসামির ছুরিকাঘাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসরাফিল আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুর ১ টার দিকে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড় সংলগ্ন ভূমি অফিসের গলিতে পলান বক্স রোডে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতা হারুন ও তার ছেলে প্রণয়কে আটক করেছে পুলিশ। আটক হারুন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন বলেন, ডিবি পুলিশের এসআই ইসরাফিলকে কুপিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।
খুলনা গেজেট/এএজে