সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফেব্রুয়ারিতে যুব দলের ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো বাংলাদেশ চ্যাম্পিয়নশি লিগের (বিসিএল) ক্লাবগুলোর যুব দল নিয়েও আগামীতে টুর্নামেন্ট হতে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটির আওতাধীন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ সম্পর্কিত উপ-কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে শনিবার অনলাইন প্লাটফর্মে হয়েছে সভা। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিসিএলের ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ দল নিয়ে একটি টুর্নামেন্ট হবে। ১৩ ক্লাবের চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হবে ফেব্রুয়ারিতে। লিগের পরই হবে ঘরোয়া ফুটবলের নতুন এই টুর্নামেন্ট।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলোয়াড়দের দলবদল হবে ৭ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। সভায় সিদ্ধান্ত হয়েছে, চ্যাম্পিয়নশিপ লিগ থেকে একটি দলের প্রিমিয়ার লিগে উঠবে এবং দুটি দল নেমে যাবে প্রথম বিভাগ লিগে। ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ লিগে নামবে দুটি দল।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন