Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুয়েটের নবাগত উপাচার্য মাকসুদ হেলালীর যোগদান

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার একদিন পর যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অবঃ) ড. মো. মাকসুদ হেলালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদান করেন।

এর আগে বিকাল ৪ টায় তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন, এরপর বিভিন্ন দপ্তরের খোঁজ-খবর নেন। আগামীকাল থেকে তিনি নিয়মিত অফিস করবেন।

প্রসঙ্গত, ২৪ জুলাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রফেসর মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে শতাধিক ব্যক্তি আহত হন। এর জেরে ২৬ এপ্রিল কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ ও পদত্যাগের ঘটনা ঘটে। দীর্ঘ পাঁচ মাসের অচলাবস্থার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে প্রফেসর মাকসুদ হেলালীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক মো. মাকসুদ হেলালী আয়ারল্যান্ড এর ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে বিএসসি এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সম্পন্ন করে ১৯৮৪ সালে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৬ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৮ সালে অধ্যাপক হিসেবে যোগদান করেন। অত:পর ২০২১ সালে বুয়েট থেকে অবসর গ্রহণ করেন।

তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, তিনি দেশি-বিদেশী বিভিন্ন প্রকল্পে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর ২৯ টি গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশের বিভিন্ন উল্লেখযোগ্য জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস-এ প্রকাশিত হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন