কুষ্টিয়ার কুমারখালীতে মরা কালীগঙ্গা নদীতে ডুবে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জঙ্গলী গ্রামের প্রাইমারি স্কুল-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের জঙ্গলী গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে জিহাদ (৯)। জাহিদুল কুষ্টিয়া পল্লী ও দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার ছেলে জিহাদ জঙ্গলী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জাহিদুল চাকরির পাশাপাশি কৃষিকাজ করতেন। মঙ্গলবার দুপুরে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মরা কালীগঙ্গা নদীতে পাট জাগ দিতে যান। এ সময় তিনি পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে ছেলে জিহাদও ডুবে যায়। এতে বাবা-ছেলে দুজনই নিহত হন। পরে স্থানীয় বাসিন্দারা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার বলেন, নদীতে ডুবে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম বলেন, দুপুরের দিকে বাবা-ছেলে নদীতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয় বান্দিারা তাদের মরদেহ উদ্ধার করে।
ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, জঙ্গলী গ্রামের জাহিদুল ও তার ছেলে জিহাদ পানিতে ডুবে মারা গেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখেছে।
খুলনা গেজেট/এএজে