দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সমাজ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার অভিযোগ এনে কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য খান মাসুমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (১৯ জুলাই) খানজাহান আলী থানা বিএনপি’র এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে দলীয় নেতা-কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার অনুরোধ করা হয়।
দলীয় প্যাডে অব্যাহতির এ সিদ্ধান্তে স্বাক্ষর করেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।
খুলনা গেজেট/এসএস