Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গণঅধিকার পরিষদ খুলনার গণপদযাত্রা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদ জুলাই আগস্ট মাস ব্যাপি কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ বিশেষ সারাদেশের মতো খুলনা মহানগর ও জেলার সমন্বয়ে পালিত হলো গণপদযাত্রা।

১৬ জুলাই, ❝জুলাই শহীদ দিবস❞ উপলক্ষ্যে গণঅধিকার পরিষদ, খুলনা মহানগর ও জেলা কতৃক আয়োজিত গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে গণপদযাত্রা শান্তিধামের মোড় থেকে শুরু করে ডাকবাংলা-পিকচারপ্যালেস হয়ে হাদিস পার্ক সংলগ্ন শহীদ মিনারে এসে শেষ হয়।

উক্ত পদযাত্রায় উপস্থিত ছিল জনাব আলহাজ্ব রাশেদুল ইসলাম (এসকে রাশেদ), বিদ্যুৎ জ্বালানি ও খনিজ বিষয়ক সহ-সম্পাদক, গণঅধিকার পরিষদ (জিওপি) কেন্দ্রীয় কমিটি, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, খুলনা মহানগর। মোঃ জনি, মোঃ আলী,  মোঃ বিদার শিকদার, রবিউল ইসলাম পলাশ, এইস.এম. তাজুল ইসলাম, মোঃ সাইজিদ হোসেন, মোঃ আজিজ শেখ রুবেল,  মোঃ রুহুল আমিন, রবিউল ইসলাম (রবিন), জুবায়েত শেখ (সম্রাট), রেজোয়ানুল হক রাদ, রবিউল ইসলাম রবি,  এছাড়াও উপস্থিত ছিল ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন