খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সেই প্রিন্সিপাল আ.খ.ম জাকারিয়া ও তার সহযোগী শিক্ষকদের অপতৎপরতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। রবিবার (১৩ জুলাই) দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
এর আগে ২০২৪ সালের ১৯ আগস্ট ছাত্রজনতার তোপেরমুখে অপসারণ করা হয়েছিল প্রিন্সিপাল আ.খ.ম জাকারিয়াকে ।
কামিল দ্বিতীয়বর্ষের ছাত্র আবু লাইস বলেন, ‘তিনি প্রিন্সিপাল থাকাকালীন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের স্বাধীনভাবে চলাফেরার অধিকার হরণ করেছিলেন। এ জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমরা কোনোভাবেই তাকে এই ক্যাম্পাসের আঙ্গিনায় দেখতে চাইনা।’
শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, ‘আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম দিয়ে আ.খ,ম জাকারিয়া পুনরায় মাদ্রাসায় ঢোকার চেষ্টা করছে। আমরা তাঁদের আজকের প্রতিবাদ ও মানববন্ধনের মাধ্যমে হুশিয়ার করে দিতে চাই।’
ফাযিল ৩য় বর্ষের ছাত্র হোসাইন বলেন, ‘২৪ এর আন্দোলনের কোনো যোদ্ধা বেঁচে থাকতে আওয়ামী কোনো দোসর মাদ্রাসায় প্রবেশ করতে পারবে না।’
এসময় আলিম, ফাযিল, অনার্স ও কামিল শ্রেণির ছাত্ররা প্রতিবাদ ও মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে তারা ক্যাম্পাস জুড়ে মিছিল করে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।
খুলনা গেজেট/রহমাতুল্লাহ/এসএস