বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিতলমারী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২২ বছর পর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মমিনুল হক টুলু বিশ্বাস ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি চেয়ার প্রতীকের আহসান হাবীব ঠান্ডু পেয়েছেন ২২৩ ভোট। সাধারন সম্পাদক পদে ফুটবল প্রতীকে মোঃ শরিফুল ইসলাম অপু ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোরগ প্রতীকে মোঃ শিপন মুন্সি পেয়েছেন ২৩৬ ভোট।
এছাড়া সংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে এড. ফজলুর রহমান ২৭০ ভোট এবং সাইকেল প্রতীক নিয়ে মোঃ শফিকুল ইসলাম বাবু ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতীদ্বন্দি কবুতর প্রতীকের কামরুজ্জামান স্বাধীন ১৬৮ ভোট পেয়েছেন।
শুক্রবার রাত (১১ জুলাই) রাত ১০ টায় বাগেরহাট-১ নির্বাচনী মনিটরিং টিম আহবায়ক শমসের আলী মোহন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এড. শেখ ওয়াহিদ্দুজ্জামান দিপু, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম, মনিরুল ইসলাম খান ও ব্যারিষ্টার জাকির হোসেন প্রমূখ।
খুলনা গেজেট/এনএম