খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমান মোল্লা হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে নিহতের বাবা আবদুল করিম মোল্লা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বাবা বাদি হয়ে দৌলতপুর থানার অজ্ঞাতপরিচয়ে মামলা দায়ের করেন। মামলার এজাহারে হত্যার কোনো কারণ উল্লেখ করা হয়নি। এ ঘটনায় হেফাজতে নেওয়া ভ্যান চালককে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য বলছে, এ হত্যাকাণ্ডে একটি মোটরসাইকেলযোগে তিনজন সন্ত্রাসী আসে। তাদের সকলের কাছে পিস্তল ছিল। মাহাবুবকে লক্ষ্য করে তারা ৭ রাউন্ড গুলি ছুড়েছে। হত্যাকারীরা মহেশ্বরপাশা পশ্চিমপাড়া দিয়ে মাহাবুবের বাড়ির সামনে গিয়ে গুলি করে ৩০ মিনিটে হত্যাকণ্ডটি সম্পন্ন করে তেলিগাতি হয়ে হাইওয়ে রাস্তা দিয়ে বের হয়ে সাধারণ মানুষের সাথে মিশে যায়। আমরা ঘটনাস্থলের পাশে একটি সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও কাউকে গ্ৰেপ্তার করতে পারেনি পুলিশ।
খুলনা গেজেট/হিমালয়/এএজে