মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কয়রায় কৃষকদের মাঝে বিএনপির সবজি বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে খুলনা জেলা বিএনপির সহযোগিতায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ নভেম্বর)সকালে এ অনষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক শেখ আবু হোসেন বাবু।

অনুষ্ঠানে জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ আম্ফানে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালিন সবজির বীজ ‍তুলে দেন।

কয়রা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ হাসানের পরিচালনায় বক্তৃতা করেন যুগ্ম-আহ্বায়ক এড. শেখ আব্দুর রশিদ, আবু সাঈদ বিশ্বাস, মনিরুজ্জামান মনি, সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, হাবিব, রওসন, লিটন, কোহিনুর, মিলন, ইয়াকুব, পাইকগাছা উপজেলা ছাত্র দলের যুগ্ম-আহ্বায়ক মিন্টু প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন