খুলনার সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আনোয়ার আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১৭ সালের ৪ জুলাই তিনি নিজ বাসভবনে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়াসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সাংবাদিক আনোয়ার আহমেদ খুলনা থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক জনবার্তায় প্রায় ৩০ বছর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি দৈনিক অনির্বাণ ও দৈনিক জন্মভূমি পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশসহ বিভিন্ন বইয়ের লেখক এবং বাংলাদেশ বেতারের একজন নিয়মিত স্ক্রিপ্ট রাইটার ছিলেন।
সাংবাদিকতা, সাহিত্য ও কবিতায় তার দখল ছিল অনুকরণীয়। সংবাদপত্রে নতুন শব্দ ভান্ডার যুক্ত এবং হেডিংয়ে তিনি ছিলেন অতুলনীয়। তিনি অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। বর্তমান খুলনায় কর্মরত জাতীয় দৈনিকের জেষ্ঠ্য সাংবাদিকরা বেশিরভাগেই ছাত্র শিষ্য।
প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুবার্ষিকীতে দৈনিক খুলনা গেজেট পরিবার তার রুহের মাগফেরাত কামনা করছে।
খুলনা গেজেট/হিমালয়/এএজে