মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২
বঙ্গবন্ধু’র মোরাল উদ্বোধন

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল পরিচিতি

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল পরিচিতি এবং বারে বঙ্গবন্ধু’র মোরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সভার মাধ্যমে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল বঙ্গবন্ধু’র এ মোরাল উদ্বোধন করেন। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র আইনজীবী এ্যাড. কাজী বাদশা মিয়া।

এ্যাড. তারিক মাহমুদ তারার সঞ্চালনায় বক্তব্য রাখেন, এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাড. পারভেজ আলম খান, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. কাজী আবু শাহীন, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, এ্যাড. বিজন কৃষ্ণ ম-ল, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আব্দুল লতিফ, এ্যাড. সাজ্জাদ আলী, এ্যাড. শিকদার হাবিবুর রহমান, এ্যাড. আল আমিন উকিল সহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সভাপতি পদে এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে এ্যাড. কে এম ইকবালকে পরিচয় করিয়ে দেয়া হয়। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন