Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সুন্দরবনে কাঁকড়া শিকার প্রতিরোধে বন বিভাগের অভিযানে চারুসহ ৪টি নৌকা জব্দ

শরণখোলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অধীনস্থ ঝাপসী টহল ফাঁড়ির আওতাধীন ভয়ারভাঙ্গা খালের আগায় অভিযান চালিয়ে ৪টি কাঁকড়া ধরার চারু ভর্তি নৌকা জব্দ করেছে বন বিভাগ।

রোববার (৬ জুলাই ) রেঞ্জ কর্মকর্তা, চাঁদপাই রেঞ্জ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগের সূত্রে জানা গেছে, স্পিডবোটের শব্দ শুনে কাঁকড়া শিকারীরা জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত ৩৫০টি অবৈধ চারু টহল ফাঁড়িতে নিয়ে আসা হয় এবং সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসঙ্গে জব্দকৃত নৌকা ও অন্যান্য মালামাল ঝাপসী টহল ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, “বন ও বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থে আমাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। অবৈধ শিকার ও সম্পদ আহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন