খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত
  বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, আগস্ট থেকে কার্যকর

আশুরা উপলক্ষে বকুলের পক্ষ থেকে উপহার বিতরণ

গেজেট ডেস্ক

পবিত্র আশুরার মহিমান্বিত দিনে খুলনার খালিশপুরে ১০ ও ১২ নং ওয়ার্ডে বসবাসকারী বিহারি, শিয়া ও সুন্নি গ্রোত্র প্রধানদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এর পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়।

ঈদ ও পূজার মতো ধর্মীয় উৎসবের ধারাবাহিকতায়, পবিত্র আশুরাকে একটি শান্তিপূর্ণ ও সম্মানজনক আবহে উদযাপন করার লক্ষ্যে এ উপহারসামগ্রী খালিশপুরের ৩২ জন গ্রোত্র প্রধানের হাতে এ উপহার হস্তান্তর করা হয়।

খালিশপুর থানার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ। পুরো কার্যক্রমটি শ্রদ্ধা, শান্তি ও আন্তরিকতায় পরিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন- “পবিত্র আশুরার শিক্ষা হলো ত্যাগ ও মানবতার। এই দিনে মানুষের পাশে দাঁড়ানো এক প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. মোহাম্মদ আলী বাবু,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন ও বিপ্লবুর রহমান কুদ্দুস, হাসান উল্লা বুলবুল, জাহিদুল হোসেন, খোদাবক্স কুরাইশি কাল্লু, মাফিজুর রহমান মাজু, আরিফুর রহমান শিমুল, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, মোঃ রফিকুল ইসলাম, মজিবুর রহমান, সাইফুর রহমান, মোহাম্মদ কাউসার আলী, মোঃ শাহজাদ হোসেন টেক্কা সহ অনেকে।

এছাড়াও ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের মহরম কমিটির সকল নেতৃবৃন্দও উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।

বক্তারা আরও বলেন- “পবিত্র আশুরা কেবল ইতিহাসের ঘটনা নয়, এটি আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকার শিক্ষা দেয়। এমন দিনে মানুষের কষ্ট লাঘব করতে পারাই সবচেয়ে বড় ইবাদত।”

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!