বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চাইতে কম দামে মানসম্পন্ন ইন্টারনেট দিতে সম্মত হয়েছে খুলনার ইন্টারনেট ব্যবসায়ীরা। পাশাপাশি ভ্যাট দিতে গ্রাহকদের উৎসাহিত করা এবং নিজেরা নিয়মিত ভ্যাট প্রদানের সিদ্ধান্ত নেন তারা।
বুধবার (২ জুলাই) নগরীর একটি হোটেলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) খুলনা বিভাগ আয়োজিত ট্যারিফ ও গাউডলাইনের খসড়া নীতিমালার উপর আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বিআরটিসি ইন্টারনেটের মূল্য ৪০০ টাকায় ৫ এমবিপিএস এবং ৭০০ টাকায় ১০ এমবিপিএস নির্ধারণ করেছে। আমরা ৫০০ টাকা ১০ এমবিপিএস ইন্টারনেট সেবা দেব এবং অবশ্যই সেটা মানসম্পন্ন হবে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী ৪০০ টাকায় ইন্টারনেট লাইন দিয়ে মান রক্ষা করা সম্ভব নয়।
বক্তারা ইন্টারনেট ব্যবসায়ীদের ওপর যে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে তা নিয়মিত পরিশোধ এবং গ্রাহকদেরও নিয়মিত ভ্যাট প্রদানে উৎসাহিত করার সিদ্ধান্ত নেন।
সভায় সভাপতিত্ব করেন আইএসপিএবি’র খুলনা বিভাগের আহ্বায়ক মওদুদ আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক জুবায়ের ইসলাম, বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য শরীফ আজিজুর রহমান, ফেরদাউস তুষার, আজিজ উদ্দিন, সোহেল রিয়াদ প্রমুখ।
খুলনা গেজেট/এএজে