খুলনা, বাংলাদেশ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সীমান্ত হত্যা যে কোন মূল্যে বন্ধ করতে হবে : নাহিদ ইসলাম
  রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ যুবকের মৃত্যু

৭ জুলাই থেকে খুলনা সার্কিট হাউজ মাঠে বৃক্ষমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ জুলাই থেকে ২১ দিনব্যাপী খুলনা সার্কিট হাউজের মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা, ২০২৫ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির সভা মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসে অনুষ্ঠিত হয়।

বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা কমিটির আহবায়ক ও বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, খুলনা গে‌জে‌টের যুগ্ম সম্পাদক ও ইউএন‌বি প্রতি‌নি‌ধি শেখ দিদারুল আলম, দৈনিক আমার দেশ পত্রিকার খুলনার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের ভ্রমন সহকারী ও বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ ফজলুল হক-সহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

সভায় জানানো হয়, আগামী ৭ জুলাই বিকাল চারটায় বৃক্ষমেলার উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। সরকারি ছুটির দিন-সহ মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সরকারি ১০টি স্টলসহ মোট ৬০টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রয় করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!