কুয়াশার চাদরে ঢাকা এই শহরে
স্বপ্ন ঘুরে বেড়ায় দূর থেকে দূরান্তরে।
ঘুম ঘুম নয়নজোড়া আজ ক্লান্ত হয়ে ফিরে,
হাতছানি দিয়ে ডাকে আমারে,
ঘোর অন্ধকার।
হাঁটিতে হাঁটিতে পথের রেখা যায় মুছে,
আণবিক ধূলিকণা উড়ে বেড়ায় আমার চারিপাশে,
খোলা চোখে তাই দেখি আমি ক্লিওপেট্রা।
মিশরীয় পিরামিড চোখে ভাসে, বলে যায় কানে কানে,
তাঁরা এখানেই ছিল।
এই তো কিছুকাল হলো!
ক্লান্ত আমি, শ্রান্ত আমি, বসিবার নেই অবসর।
তারই মাঝে উঁকি দিয়ে ডাকে, শান্ত নীড়ের মতো,
মায়াবী সে চোখ অনিবার।
এ তো চোখ নয়,
হাজার বছর ধরে জমে থাকা কালো অন্ধকার।
আমাকে বলেছে এসে,
থাকো দূরে, কল্পনার সুরে, অনুভবে দিও আশ্রয়।
কেটে যাবে ভয়, যত অমানিশা, আসিবে প্রত্যয়।
বলিলাম তাঁরে, কে তুমি?
বলেছে সে,
যার অপেক্ষায় কেটেছে প্রহর, হয়েছে রাত্রি-দিন।
সেই ধূসর কালো চোখ আমি, স্মৃতিতে অমলিন।
খুলনা গেজেট/এনএম