Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোরেলগঞ্জে নিখোঁজ ভ্যান শ্রমিকের লাশ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ৩ দিন পরে জাকির খান (৫০) নামে এক ভ্যান শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ পৌর সদরের পানগুছি নদী সংলগ্ন বারইখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জাকির খান জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। জাকির খানের স্ত্রী নাসিমা বেগম লাশ শনাক্ত করেছেন।

নাসিমা বেগম জানান, তার স্বামী মানসিকভাবে সুস্থ ছিল না। দীর্ঘদিন ধরে তারা মোরেলগঞ্জ কেজি স্কুল রোড মোল্লাবাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। জাকির খান প্রায়ই তাকে মারধর করে বাড়ি থেকে চলে যেতো। সর্বশেষ গত বুধবার সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে স্ত্রী নাসিমা বেগম কিছু বলতে পারেননি।

থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে লাশটি তোলা হয়েছে। পরে তার স্ত্রী লাশের পরিচয় নিশ্চিত করেন। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন