Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় দুই নারী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় দুই নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে পৃথক পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত দুই নারীর নাম সুমাইয়া ও তানিয়া। এর মধ্যে সুমাইয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ও ডেঙ্গুর ফোকাল পার্সন ডাক্তার খান আহম্মেদ ইশতিয়াক বলেন, ২০২৩ সালের পর খুলনায় তেমন করোনা প্রভাব ছিল না। এরপর এবার প্রথম খুলনায় ২ জন রোগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

মঙ্গলবার সদর হাসপাতালে করোনা শনাক্ত হওয়া সুমাইয়া আক্তার নামের এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়া নামে আরেক নারীর করোনা শনাক্ত হয়েছে। তাকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন।

 

খুলনা গেজেট/হিমালয়/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন