বাবা

মো: আরাফাত হোসেন

বাবা তোমায় ভালোবাসি

নিজের থেকে অনেক বেশি।
সবার থেকে তুমি সেরা
তুমি বিনা সর্বহারা।

আমার কাছে তোমার মূল্য
জগৎ মাঝে নেই যে তুল্য।
আমার সকল জয়ের মাঝে
তুমি থাকো সকাল সাঁঝে।

তোমার ত্যাগ যে অতুল অপার
বৃথা যেতে দেবো না আর।
মানবকুলে তুমি মহান
পিতৃরূপী এক সুপারম্যান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন