Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

বটিয়াঘাটা রানা রিসোর্টের ওয়েভপুলে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনার রানা রিসোর্ট অ্যান্ড এমিউজমেন্ট পার্কের ওয়েভপুলে ডুবে মো. হাবিবুর রহমান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে বটিয়াঘাটার পানখালি এলাকায় অবস্থিত রিসোর্টটির অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, ঝালকাঠি কাউখালী এলাকা থেকে পরিবারের সঙ্গে খুলনায় নানা বাড়ি বেড়াতে এসেছিল ওই শিশুটি। বুধবার দুপুরে তারা স্বপরিবারে পার্কে ঘুরতে যায়। এক পর্যায়ে অসতর্কতাবশত শিশুটি পানিতে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, সন্ধ্যায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের পক্ষ কোন অভিযোগ করা হয়নি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন