Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

রূপসায় গৃহবধুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

গেজেট ডেস্ক

খুলনা জেলার রূপসা থানা পুলিশ গৃহবধুকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত ১০ জুন বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন বাঘমারা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ বেলায়েত হোসেন রাতুল (২৩), মোঃ মাসুদ মীর (১৯) ও মোঃ পারভেজ খান (২৫)।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম তার স্বামীর সাথে রূপসা থানাধীন জয়পুর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। গত ৮ জুন সন্ধ্যায় গ্রেপ্তারকৃত মোঃ বেলায়েত হোসেন রাতুল, মোঃ মাসুদ মীর ও মোঃ পারভেজ খান ভিকটিমের ভাড়া বাড়ীতে প্রবেশ করে তার স্বামীকে পার্শ্ববর্তী একটি স্কুল মাঠে নিয়ে যায় এবং মারপিট করে। ভিকটিম স্কুল মাঠে গিয়ে টাকার বিনিময়ে তার স্বামীকে ছেড়ে দেয়ার অনুরোধ করলে রাত অনুমান ১০.৪৫ ঘটিকার সময় গ্রেপ্তারকৃত বেলায়েত হোসেন রাতুল ও মোঃ মাসুদ মীর টাকা নেয়ার জন্য ভিকটিমের সাথে তার বাড়ীতে যায় এবং ভিকটিমকে ধর্ষণ করে।

এই ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন-২০২৫) ও পেনাল কোড (১৮৬০) আইনে একটি মামলা রুজু হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন