বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, খানজাহান থানাধীন মশিয়ালী এলাকায় চিহ্নিত সন্ত্রাসী শেখ জাকারিয়া, তার মেঝভাই শেখ মিল্টন ও ছোটভাই জাফরীন গংদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। সে ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে ১৬ জুলাই রাতে। গুলিতে তিন নিহতসহ ১০জন গুলিবিদ্ধ হয়। এখনও মূলহোতা শেখ জাকারিয়া ও শেখ মিল্টন গ্রেফতার হয়নি। অবিলম্বে মূল আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, নগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, আনসার আলী মোল্যা, এসএম ফারুখ-উল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু, গৌরাঙ্গ প্রসাদ রায়, শেখ মিজানুর রহমান, মনির আহমেদ, খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্যা, নারায়ণ সাহা, আমিরুল ইসলাম, শেখ সাহিদুর রহমান, মনিরুজ্জামান, সন্দীপন রায়, রেজাউল করিম খোকন, কৌশিক দে বাপী, আঃ হামিদ মোড়ল, মোঃ আলাউদ্দিন, মনির হোসেন, আরিফুর রহমান বিপ্লব, এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, অজয় দে, বাবুল আখতার, হাফিজুর রহমান ও কমরেড গৌরী মন্ডল প্রমুখ।
খুলনা গেজেট/এআইএন