Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এবার করোনায় আক্রান্ত নেইমার

ক্রীড়া প্রতিবেদক

সমস্যা পিছুই ছাড়ছে না নেইমারের। আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও থিতু হতে পারছেন না এই ৩৩ বছর বয়সী। তাতে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে তার ফেরাও দফায় দফায় পিছিয়ে যাচ্ছে। এবার আরও একবার নেইমার ফুটবল মাঠ থেকে ছিটকে গেলেন।

ফের কিছুদিনের জন্য মাঠের বাইরে কাটাতে হবে নেইমারকে। এবার অবশ্য চোট দায়ী নয়। কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ায় মাঠ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক। তার ক্লাব সান্তোস বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তখন থেকেই ভাগ্য তার প্রতি সহায় হচ্ছে না। ইনজুরির কারণে গত দুই বছর মাঠের বাইরেই বেশিরভাগ সময় কাটিয়েছেন এই সাম্বাবয়। জানুয়ারিতে সান্তোসে ফেরার পর এখন পর্যন্ত মাত্র ১২টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। ফিটনেসের অভাব ও ইনজুরিই তাকে পুরোদমে মাঠে ফিরতে দিচ্ছে না।

সান্তোস এবার নিশ্চিত করেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে কিছুদিন মাঠের বাইরে কাটাতে হবে। পরীক্ষানিরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ায় গত বৃহস্পতিবার (৫ জুন) থেকে আইসোলেশনে আছেন তিনি।

সান্তোস আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘গত বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হওয়া ভাইরাল আক্রমণের কারণে পরীক্ষাগারে নেইমার জুনিয়রকে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষানিরীক্ষার পর সান্তোসের মেডিকেল বিভাগ তার কোভিড-১৯ ইনফেকশনের ব্যাপারে নিশ্চিত হয়েছে।’

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যখন তার মধ্যে লক্ষণগুলো দেখা যাচ্ছিল তখনই তাকে সব ধরনের কার্যক্রম থেকে বিরতিতে পাঠানো হয়েছে, এখন সে বাসায় বিশ্রামে আছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।’

তবে ভালো খবর হচ্ছে করোনা সংক্রমণের জন্য এই ব্রাজিলিয়ানকে সান্তোসের হয়ে কোনো ম্যাচ মিস করতে হচ্ছে না। আগের ম্যাচে লালকার্ড পাওয়ায় আগামী শুক্রবার (১৩ জুন) ফোর্তলেজার বিপক্ষে এমনিতেই নিষেধাজ্ঞায় থাকবেন। ক্লাব ওয়ার্ল্ড কাপের পর পালমেইরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন