Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কয়রায় ঈদুল আজহার শেষ মুহুর্তে বিপনী বিতানে জমে উঠেছে কেনা কাটা

কয়রা প্রতিনিধি

খুলনার উপকূলীয় অঞ্চল কয়রাতে ঈদের শেষ মুহূর্তে বিপনী বিতানে জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকেই গভীর রাত পর্যন্ত চলছে দোকানগুলোতেই বেচাকেনা। শিশু থেকেই বয়স্ক পর্যন্ত মানুষের পদচরনায় মুখরিত হয়ে উঠেছে বিপনি বিতান ও মার্কেটগুলো । ক্রেতাদের উপচে পড়া ভিড়ে দোকানগুলোতে দম ফেলার সুযোগ নেই তাদের।

শুক্রবার ( ৬ জুন) কয়রা উপজেলা সদর , ঘুগরাকাটী বাজার, আমাদি বাজার, গিলাবাড়ি বাজার, ঘড়িলাল বাজার, ভান্ডারপোল বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বিপনি বিতান ও মার্কেট গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিক্রেতাদের যেন দম ফেলার সময় নেই।

ভান্ডারপোল গ্রামের মোঃ রাসেল হোসেন বলেন, আমাদী বাজার থেকে ঈদের শেষ মুহুর্তে মার্কেট করেছি।দোকান গুলোতে ভিড় খুব। সাতহালিয়া গ্রামের মোঃ মিজানুর রহমান বাবু বলেন, পরিবারের জন্য ঈদের কেনা কাটা শেষ করলাম। তিনি আরও বলেন সপ্তাহ খানেক আগে থেকে কেনা কাটা করলে একটু দাম কমে কিনতে পারতাম। দেয়াড়া গ্রামের মোঃ আকিবুর হোসেন বলেন, বাড়ি থেকে কয়রা বাজারে মার্কেট করতে এসেছি। জায়গীর মহল গ্রামের মোঃ আল আলমিন বলেন, বাড়ির সবার জন্য কেনাকাটা শেষ করলাম। একই কথা বলেন জায়গীর মহল গ্রামের মোঃ লাবনী খাতুন।

আমাদী বাজারের ব্যাবসায়ী মোঃ আঃ হামিদ সানা বলেন, মঙ্গল দাশ, ফয়সাল সহ কয়েকজন ব্যাবসায়ী বলেন , আগের চেয়ে ঈদের শেষ মুহুর্তে আজ থেকে ক্রেতারা কেনা কাটা বেশি করছে।

খুলনা গেজেট/এসএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন