Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আলভারেজের গোলে জিতল আর্জেন্টিনা

ক্রীড়া প্রতি‌বেদক

ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল, এমন খবর শুনে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে অবশ্য প্রতিবেশি দেশের মতো হোঁচট খেতে হয়নি তাদের। নাশিওনাল জুলিও মার্টিনেজে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিন চোটজনিত সমস্যা এবং নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকজন নিয়মিত মুখ ছাড়াই একাদশ সাজান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। ৫৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইতিহাসের সেরা ফরওয়ার্ডের একজন। এরপরও প্রতিপক্ষের মাঠে এগিয়ে যেতে বেশি সময় লাগেনি আর্জেন্টিনার।

ম্যাচের ১৬ মিনিটে থিয়াগো আলমাদার সহায়তায় জালে বল জড়ান জুলিয়ান আলভারেজ। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পরও চিলির ওপর আধিপত্য বিস্তারকারী ফুটবল খেলেছে তারা। কিন্তু সুযোগ হাতছাড়া করায় আর ব্যবধান বাড়াতে পারেনি ল্যাটিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা।

১৫ ম্যাচে আর্জেন্টিনার সংগ্রহ ৩৪ পয়েন্ট। ১১ জয়ের বিপরীতে তিনটিতে হেরেছে তারা। বাকি ম্যাচটি ড্র হয়েছে। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১১ জুন কলম্বিয়াকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের সংগ্রহ ২৪ পয়েন্ট। ২২ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাজিল।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন