Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশেনের ঈদ উপহার বিতরণ

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পার্শ্ববর্তী এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদুল আজহা উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনের সামনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের চারপাশে যারা বিভিন্ন কারণে সমাজের মূলস্রোত থেকে পিছিয়ে পড়েছেন, তাদের পাশে দাঁড়ানোই মানবতার সেরা নিদর্শন। খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও কুআর কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. নাজমুস সাদাত, কুআর সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম ক্রীড়া সম্পাদক শাথীল ইসলাম ডলার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক ড. শেখ তারেক আরাফাত শাওন, কার্যনির্বাহী সদস্য কবরী বিশ্বাস অপুসহ সাধারণ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতি ঈদে এ ধরনেরকার্যক্রমের আয়োজন করে থাকে, যার মাধ্যমে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন