Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তারকা ক্রিকেটারকে ছাড়াই পাঞ্জাবের বিপক্ষে ব্যাটিংয়ে বেঙ্গালুরু

ক্রীড়া প্রতি‌বেদক

আইপিএলের অষ্টাদশ আসরের মহারণী ফাইনাল খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। দুই দলই প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ফলে রজত পাতিদার-কোহলিদের বেঙ্গালুরুই আগে ব্যাট করবে।

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। কোয়ালিফায়ারে নিজেদের সবশেষ ম্যাচে খেলা একাদশ নিয়েই নেমেছে উভয় দল। যদিও বেঙ্গালুরুর প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার টিম ডেভিডকে বড় ম্যাচে মাঠে নামানো। তবে চোটের কারণে গত দুই ম্যাচ মিস করা এই আগ্রাসী ব্যাটারকে ছাড়াই তারা একাদশ গড়েছে। একইভাবে চোটের অস্বস্তি থাকলেও পাঞ্জাবের একাদশে রয়েছেন লেগস্পিনার যুজভেন্দ্র চাহাল।

এর আগে বেঙ্গালুরু তিন এবং পাঞ্জাব একবার আইপিএলের ফাইনাল খেলেছিল। কিন্তু কেউই চূড়ান্ত সাফল্য’র মুকুট পরতে পারেনি। আজ যেকোনো একটি দলের সেই আক্ষেপ ঘুচবে। শ্রেয়াস আইয়ার নাকি রজত পাতিদার দুই ফ্র্যাঞ্চাইজির নতুন কোন অধিনায়ক শেষ হাসি হাসতে পারেন সেটা জানতে আর মাত্র অল্প সময়ের অপেক্ষা! তবে আইয়ার এ নিয়ে তৃতীয়বার ফাইনালে নেতৃত্ব দিতে নামলেন। এরমধ্যে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে।

বেঙ্গালুরুর একাদশ : ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড।

পাঞ্জাবের একাদশ : প্রিয়াংশ আর্য, জশ ইংলিস (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতউল্লাহ ওমরজাই, বিজয়কুমার বৈশাক, কাইল জেমিসন, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন