Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় এক অজ্ঞাত পথচারী (৪৫) নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই পথচারী ফলতিতা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। ঘাতক বাসটি পালিয়ে গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও সেখানে মরদেহ পাওয়া যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুর্ঘটনা সাথে সাথেই একজন নারী একটি ভ্যানে করে মরদেহ মোল্লাহাটের দিকে নিয়ে গেছে। তবে অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন