খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম এবং অপর এক ছাত্রকে মারধর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) বিকেল পৌণে ৪টার দিকে কুয়েট সড়ক নিরিবিলি রেস্তরার সামনে ঘটনাটি ঘটে। বর্তমানে ওই দুই শিক্ষার্থী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ওই দুই শিক্ষার্থীরা হলেন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ২য় বর্ষের ছাত্র সাফওয়ান আহমেদ ইফাজ (২২)। তিনি নগরীর টুটপাড়া মোল্লা এলাকার বাসিন্দা মহসিন জমাদ্দারের ছেলে এবং অপরজন এনার্জি সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ২য় বর্ষের ছাত্র মোহাম্মদ আলসাত রাজিম।
হাসপাতাল সূত্র জানায়, তারা দুই জন কুয়েট রোড নিরিবিলি রেস্তরার সামনে অবস্থান করছিল। বিকেল পৌণে ৪ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ইফাজের বাম হাতে আঘাত করে এবং তার সাথে থাকা রাজিমকে কিল-ঘুষি মেরে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।
কুয়েট শিক্ষার্থী ইফাজ এ প্রতিবেদককে বলেন, যারা আমাদের মেরে আহত করেছেন, তাদের আমরা চিনি না। আর আমাদের ওপর কেন এ হামলা তার হিসেব করতেও পারছি না।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এ রকম ঘটনা শুনেছি। কোথায় এ হামলা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছিনা। তবে কুয়েট এলাকায় গিয়ে খবর নিচ্ছি এবং ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।
খুলনা গেজেট/এমএনএস