খুলনার রূপসার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামে বারোপুনের মোড় থেকে কাচারিঘাট হয়ে কালীবাড়ীঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘ এক দশকেও উন্নয়নের মুখ দেখেনি ।
চলাচলের অযোগ্য এবং সারা বছর ধরে পানি জমে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে বারো-পুনের মোড় থেকে কালীবাডী ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক খানা-খন্দে ভরা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনদূভোর্গে সৃষ্টি হয়েছে।
ভোগান্তিতে পড়েছে প্রায় কয়েক লক্ষ মানুষ। রূপসা, তেরখাদা, দিঘলিয়ার বেশিরভাগ মানুষ শহরমুখী গন্তব্যে অল্প সময়ে পৌঁছানোর জন্য কালীবাড়ী ঘাট পার হয়ে থাকে। বিগত সরকারের সময়ে অকেজো সড়কের কথা বারবার বলা হলেও হয়নি কোনো সংস্কার। গণঅভ্যুথানের পরবর্তী সময়ে অর্ন্তবতী সরকারের তত্তাবধানে উপজেলার বিভিন্ন প্রকল্প হাতে নিলেও এই অকেজো সড়কটির এখনো হয়নি কোন সুরহা।
স্থানীয় বাসিন্দা জুয়েল জানান, কয়েক বছর ধরে সড়কটি এভাবেই পড়ে আছে বিগত সরকার ক্ষমতায় ছিল এ ব্যাপারে স্থানীয় এমপি সহ চেয়ারম্যানকে জানানো হলেও হয়নি কোন পরিবর্তন। সরকার আসে সরকার যায় কিন্তু আমাদের ভোগান্তির শেষ নেই। আমরা এলাকাবাসী অতি দ্রুত সড়কটি সংস্কার চাই।
আইচগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, রাস্তাটি এলজিইডি আওতাভুক্ত হওয়ায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু কোন ধরনের অগ্রগতি লক্ষ্য করা যায়নি। তবে এই সড়কটি দ্রুত সংস্কার করা জরুরী বলে আমি মনে করি। এখানে প্রতিনিয়ত ছোট বড় সড়ক দুর্ঘটনা লেগেই থাকে।
খুলনা গেজট/এএজে