চব্বিশের গণঅভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার এই চেতনাকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল আড্ডার আয়োজন করা হয়।
সোমবার (২৬ মে) বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সাম্য, মানবতা ও বিদ্রোহী কবি নজরুলে আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইটিসি) নুরুল হাই মো. আনাছ। প্রাণবন্ত এ নজরুল আড্ডায় সঞ্চালক হিসেবে ছিলেন বার্তা সংস্থা ইউএনবি’র খুলনা ব্যুরো চীফ ও খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ইমরান হাসান, জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক নাসির নাজরী, অধ্যাপক সাইদুর রহমান, অধ্যাপক সিরাজুল ইসলাম, সমাজসেবক নাসির আকন, ছাত্র প্রতিনিধি ইব্রাহিম খলিলসহ নজরুল প্রেমী অনেকে।
খুলনা গেজেট/এএজে