মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার আলোচিত মহিলা লীগ নেত্রী তন্দ্রা ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনার আলোচিত-সমালোচিত মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ তন্দ্রা পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার (২৬ মে) কেএমপি গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করেছে। তাকে খুলনায় আনা হচ্ছে বলে জানা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, তন্দ্রা মালায়েশিয়া থেকে বিমানযোগে ঢাকায় অবতরণ করেছিলেন। আগামী ২৮ মে চট্টগ্রাম থেকে তন্দ্রার ইটালিয়ান ভিসা সংগ্রহ করার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির গোয়েন্দা পুলিশ বিষয়টি ঢাকার বিমান বন্দর থানাকে অবগত করলে পুলিশ তাকে আটক করে।

মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থানায় তার বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ এবং ভাংচুরের মামলা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা তাকে খুলনায় আনার জন্য ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন