খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে ২২ তলা ভবণের সামনে বাসের ধাক্কায় মো. আব্দুল্লাহ আল ফাহাদ (১৯) নামের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) বিকেল পৌঁণে ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত মোটরসাইকেল চালক খুলনা তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের বাসিন্দা মো: ইবাদুল হক সিকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেল পৌঁণে ৬ টার দিকে বিআরটিসি’র একটি বাস সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। বাসটির সামনে থাকা মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে চালক রাস্তায় পড়ে যায়। এ সময় বাসের একটি চাকা মোটরসাইকেল চালকের শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিআরটিসি’র বাস ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এমএনএস