মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অর্থপাচারে শেখ ব্রাদা‌র্সের মালিককে ১০ বছর জেল

নিজস্ব প্রতিবেদক

ভার‌তে অর্থ পাচা‌রের অভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় খুলনার এক‌টি আদালত মেসার্স শেখ ব্রাদা‌র্সের কর্নধর এসএম হা‌ফিজুর রহমান‌কে দু‌টি ধারায় ১০ বছ‌রের সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন। পাশাপা‌শি তা‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ১ বছ‌রের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদাল‌তের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের বেঞ্চ সহকারী মোঃ ইয়া‌ছিন আলী। ত‌বে রায় ঘোষণার সম‌য়ে আসা‌মি এস এম হা‌ফিজুর রহমান আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন না।

আদাল‌ত সূত্র জানায়, খুলনার মু‌ন্সিপাড়া প্রথম গ‌লি‌তে অব‌স্থিত শেখ ব্রাদা‌র্সের কর্ণধর এসএম হা‌ফিজুর রহমান য‌শোর জেলার কোতোয়ালী থানা এলাকার বা‌সিন্দা ইশারাত আলীর ছে‌লে। তি‌নি ভারত থে‌কে ক‌ষ্টিক সোডা আমদা‌নির জন্য আইএফআইসি ব্যাংক খুলনা শাখা হ‌তে ২০০০ সা‌লের ১৯ জানুয়ারি থে‌কে একই বছ‌রের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চা‌র‌টি এল‌সি খো‌লে। তি‌নি ওই এল‌সির বিপরী‌তে ক‌ষ্টিক‌ সোডা আমদা‌নি না ক‌রে জাল ও ভুয়া রেকর্ড আইএফআইসি ব্যাংক খুলনায় দা‌খিল ক‌রে ১ লাখ ১৯ হাজার মা‌র্কিন ডলার বা সমমূ‌ল্যের ৬৪ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকা ভার‌তে পাচার ক‌রেন।

এ ঘটনায় ২০১৪ সা‌লের ২৯ এপ্রিল দুর্নী‌তি দমন ক‌মিশন সম‌ন্বিত জেলা কার্যাল‌য়ের উপ সহকারী প‌রিচালক এস এম শামীম বাদী হ‌য়ে খুলনা থানায় এসএম হা‌ফিজুর রহমান‌কে আসা‌মি ক‌রে মামলা দা‌য়ের ক‌রেন। এ ঘটনায় ২০১৭ সা‌লের ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা দুর্নী‌তি দমন ক‌মিশন সহকারী প‌রিচালক আবুল হা‌সেম আসা‌মি হা‌ফিজ‌কে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। এরপর একই বছ‌রের ৬ ন‌ভেম্বর আসা‌মি হা‌ফি‌জের‌ বিরু‌দ্ধে আদাল‌তে চার্জ গঠন করা হয়।

দুদ‌কের পিপি সে‌লিম আল আজাদ ব‌লেন, আসা‌মি হা‌ফিজ ভারত থে‌কে ক‌ষ্টিক সোডা আমদা‌নির জন্য আইএফআইসি খুলনা শাখায় এল‌সি খো‌লেন। ওই এল‌সিতে ভুয়া বিল অফ এন্ট্রি দা‌খিল ক‌রে টাকাগু‌লো ভা‌র‌তে পাচার ক‌রে‌ছেন। তি‌নি সকল কাগজ ভুয়া এবং জাল ক‌রে টাকা গু‌লো নি‌য়ে‌ছেন।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন