মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অমুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনার দাবি ডুমুরিয়া মুক্তিযোদ্ধা সংসদের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডুমুরিয়া কমান্ড আয়োজিত সভায় বক্তারা অমুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা চিহ্নিত না হলে একাত্তরের ইতিহাস বিকৃত হবে। অমুক্তিযোদ্ধাদের নাম তালিকায় থাকলে সেই ইতিহাস অভিশপ্ত হবে। আগামী প্রজন্ম ভূল ইতিহাস পড়েই যাবে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা চন্দ্র রায় তরফদার। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর।

বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা বিকাশ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এফএম নুরোন নবী, বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ রায়, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা বিভাষ চন্দ্র বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা ভোলানাথ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কাজী সোহরাব হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন